শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আলহাজ্ব মো আজিজুর রহমান শিরিষ সভাপতি এবং আলহাজ্ব অধ্যক্ষ মোঃ জাহীদ আল মামুনকে আগামী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ রবিবার সকালে ঐতিহ্যবাহী পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান এই সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোঃ ফারুক খান।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিল্প ও বাণিজ্যি বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য মোঃ আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করে মাঠে নেমেছে বিএনপি।সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগেকে অবশ্যই বিজয়ী হতে হবে।
বক্তারা আরও বলেন- সারাবিশ্বে সংকট থাকলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে বাংলাদেশের গায়ে সংকটের ছোঁয়া লাগেনি।
কিন্তু বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে।সম্মেলনের দ্বিতীয় পর্বে গাজীপুর মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের কমিটিতে আলহাজ্ব মোঃ আজিজুর রহমান শিরিষকে সভাপতি এবং আলহাজ্ব অধ্যক্ষ মোঃ জাহীদ আল মামুনকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি করবেন।