শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মডেল স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে।
জাতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২০২২ইং প্রযুক্তি নির্ভর শিক্ষায় বিশ্বাসী গাজীপুর জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল স্কুল অব ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ গাজীপুর-২ এ একমাত্র শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মডেল স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে।
এ বিষয়ে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো নুরুজ্জামান রানা বলেন- শেখ রাসেল স্কুল অব ফিউচারে শ্রেণি কক্ষে বোর্ডের মাধ্যমে পাঠদান, বিদ্যালয় ব্যবস্হাপনা সফটওয়্যারের মাধ্যমে যাবতীয় কার্যক্রম পরিচালনা, ডিজিটাল মেশিনের মাধ্যমে উপস্থিতি গ্রহণ ও উপস্থিত/অনুপস্থিতির জন্য নিয়মিত এসএমএস প্রেরণ, শ্রেণি কক্ষে ডিজিটাল কন্টেন্টের ব্যবহার, শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার প্র্যাক্টিসের ব্যবস্হ করা হয়েছে।
তিনি আরও বলেন- এই শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্হা বিদ্যমান,দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয়।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মডেল স্কুল হিসেবে নির্বাচিত হওয়া সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।