মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে থানচিতে নবাগত ওসি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন সাথে তার অফিসে থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎকারের উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও প্রচার সম্পাদক মথি ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সৌজন্যে সাক্ষাৎ কালে নবাগত থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, উপজেলার আইন শৃঙ্খলা’সহ মাদক, নানান অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান।
পূর্বের ন্যায় প্রেসক্লাবের সাথে থানচি থানার সু-সম্পর্ক বজায় থাকবে। এবং থানার পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।