শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন গাজীপুর বিজ্ঞ আদালতে বাদী হয় একটি চেক ডিজঅনারের মামলা করেন, মামলা নং- ২৪/২০২৩। এই মামলায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সমন জারী করে।
এতে আসামী ক্ষিপ্ত হয়ে বাদী সহ তার পরিবারকে প্রতিনিয়ত মোবাইলে ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে, আসামী জামান সহ তার সাঙ্গ পাঙ্গরা।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় ১ জনের নাম উল্লেখ করে, প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ২২৬ তারিখ ০৪-০২-২০২৩ ইং।ঘটনার বিষয় ষড়যমিন ঘুরে জানা যায় আসামি জামান উত্তরা আজমপুর কাঁচা বাজার রোডে নাবিলা ফ্যাশন নামে গার্মেন্টস কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন জনের কাছ থেকে কৌশলে গার্মেন্টস কাপড় নিয়ে টাকা পরিশোধে ছলচাতুরি আশ্রয় গ্রহণ করে।
অনেক লোকের টাকা পয়সা না দিয়ে নানা প্রকার তালবাহানা করে থাকে। এ বিষয়ে অভিযুক্ত জামানের মুঠো ফোনে (০১৯৪১৮১২২৩৭) যোগাযোগ করলে তিনি জানান দেলোয়ার অন্য এক পার্টির কাছ থেকে মাল এনে দিয়েছিল। টাকাপাবে দিব মামলা করেছে কেন আমার উপরে অনেক লোক আছে, দেখি কি করা যায় সাংবাদিক সাবান মাহমুদ আমার আত্মীয়।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন- তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।