মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গীর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে থানা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নাসির উদ্দীন মোল্লা, পাইলট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, কাউন্সিল মোঃ নুরুল ইসলাম নূরু, টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস, শামীম আক্তার, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান রানা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার বিজয়ী দল বঙ্গবন্ধু গোল্ডকাপ দল মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছিলেন বঙ্গমাতা গোল্ডকাপ দল হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ ফুয়াদ উদ্দিন সরকার।