শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা কৃষক লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
সোমবার ১৯শে এপ্রিল বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক সহ অন্যরা। আলোচনা সভা ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াস শরীফ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষক লীগের সহঃ সভাপতি এ্যাডভোকেট শাকিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ মাহমুদ উজ্জ্বল, আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠনের ও ভ্রাতিপ্রতীম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়।