বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা, দোয়া ও ইফতার মহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক মোঃ আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, ৫৪নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নাসির উদ্দীন মোল্লা, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ। আলোচনা সভা ২৫শে মার্চ গণহত্যা দিবস মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে।