বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি চারন, দেয়লিকা উন্মোচন ও আলোচনা সভা আজ শনিবার বিদ্যালয় শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়াম মিলনায়তনে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ আতাউল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের স্মৃতি চারন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম শেখ, গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি অ্যাডঃ মোঃ শাহজাহান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, মাওঃ মহিউদ্দিন আহম্মেদ, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক, রতন কুমার ঘোষ, আশরাফ আলী, হাবিবুর রহমান বিএসসি, চৌধুরী আশরাফ হোসেন, আব্দুল কাদির খান, জাকির হোসেন, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, মোঃ ছবির হোসেন, কাজী আবুল কালাম আজাদ, আব্দুল সাওার মিয়া, প্রভাষক মনজুরুল হক, নাজিমুল হক, জান্নাতুল ফেরদৌস, মোঃ শাহিন আহম্মেদ, জসিম উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, আঃ হান্নান মিয়া প্রমুখ। আলোচনা সভা ২৫শে মার্চ গণহত্যা দিবস মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে।