রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গাজীপুর টঙ্গী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ বরাবরের মতো এবারও গাজীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শীর্ষ স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
আজ (২৮শে জুলাই-২৩ইং) শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আর সকাল সাড়ে ৯টা দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
এবার মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।
গাজীপুরে ফলাফল শীর্ষ স্থানে থাকা টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৩৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং প্রতিষ্ঠানটি শতভাগ সাফল্য অর্জন করেছে।
এ বিষয় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বলেন, বরাবরের মতো আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এজন্য আমার একাডেমির সকল শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবক কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।