বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপরের কালকিনিতে দুই সন্তানকে রেখে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর সাথে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইিল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।
আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মোঃ আজিজ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত ৪ঠা এপ্রিল (মঙ্গলবার) সকালে ওই গৃহবধূকে নিয়ে আঃ হাকিম পালিয়ে যায়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক হাকিমের ও ওই গৃহবধুর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।