বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ফার্মাসিউটিক্যালস রিপ্রিজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) কেন্দ্রীয় কমিটির নির্দেশে টঙ্গী চেরাগআলী শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। গতকাল সোমবার দুপুরের হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিকে কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের উধর্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি এ/ ডি এ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন করতে হবে।
তারা আরও বলেন- প্রতিনিধিগণের সরলতার সুযোগ নিয়ে কোম্পানি গুলো ব্ল্যাঙ্ক চেক, সার্টিফিকেট জমা নিয়ে প্রতিনিধিকে হয়রানি করছে। দেশের উচ্চ শিক্ষিত, স্মার্ট ও মেধাবী যুব সমাজের যৌবন সুকৌশলে কেড়ে নিয়ে প্রতিনিধিগণকে আধুনিক দাস বানিয়ে রেখেছে ঔষধ কোম্পানি গুলো।
এসময় উপস্থিত ছিলেন- টঙ্গী চেরাগআলী শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক বিজন প্রমাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ প্রমুখ।