মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ গ্রেফতার-২ শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন দুই দফা জানাজার শেষে অ্যাডভোকেট ফরিদের দাফন সম্পন্ন রংপুরে ডঃ আব্দুল্লাহ্ আল-মামুনকে গণসংবর্ধনা পুঠিয়ার বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই র‌্যাব-১১, সিপিসি-২’র অভিযানে গাঁজা’সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘুর জমি দখল ও ঘর নির্মাণ লক্ষ্মীপুরে দালাল ছাড়া হয় না পাসপোর্ট বাড়তি সুবিধায় উপ-পরিচালক টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশ ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউপি যুব সম্মেলন অনুষ্ঠিত পাবনা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক এহিয়া খান ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহীদ দিবস পালন তারাগঞ্জ ফুটবল একাডেমীর নব-গঠিত কমিটির পরিচিতি উপলক্ষে প্রীতিম্যাচ নড়াইলে ভাষা শহীদদের শ্রদ্ধায় জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগ ৪ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে
টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বশির হাওলাদার নামে এক বাড়িওয়ালা বাড়িতে চাঁদাবাজি করার সময় তাদের এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেন। এঘটনায় ওই বাড়িওয়ালা বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লা বাড়ী রোড এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে আশিকুর রহমান(৪২), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আমির হোসেন(৪৩), টঙ্গী পূর্ব থানাধীন দক্ষিণ আরিচপুর মসজিদ রোড এলাকার নুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম(৩৮), শেরপুর জেলার শ্রীবর্দী থানার সাতনীপাড়া গ্রামের মৃতঃ জালাল উদ্দিনের ছেলে জাফর আলী(৩৫)।

পুলিশ জানায়- গ্রেফতারকৃতরা টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিভিন্ন বাড়িওয়ালের কাছে গিয়ে তাদের বাড়িতে ব্যবহৃত গ্যাস লাইন অবৈধ বলে দাবি করেন এবং কেটে দিবে বলে হুমকি ধামকি ভয়-ভীতি প্রদর্শন করে দীর্ঘ ধরে টাকা পয়সা আদায় করে আসছিলো।

বুধবার ১৮ই অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে মোঃ বশির হাওলাদার(৪৪) এর বসত বাড়ীতে গিয়া গ্যাসের লাইনের সংযোগ অবৈধ বলে দাবি করেন। এবং সংবাদ প্রকাশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে জেল জরিমানা ও সংযোগ বিচ্ছিন্নের হুমকি ধামকি দিতে থাকে।

একপর্যায়ে সংবাদ প্রকাশ না করার জন্য ওই বাড়িওয়ালার কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ১০ হাজার টাকায় চাঁদা আদায় করে ওই কথিত সংবাদ কর্মীরা চলে আসেন। এর পরপরই ভুক্তভোগী ওই বাড়িওয়ালা জানতে পারে কথিত এই সংবাদ কর্মীরা এর আগেও ওই এলাকার মোঃ গিয়াস উদ্দিন আল-মামুন(৫২) এর কাছে থেকে ২৫ হাজার টাকা, মিজান(৫৫) এর কাছ থেকে ১৫ হাজার টাকা, প্রদীপ দাস(৩৮) এর কাছ থেকে ১৫ হাজার টাকা, আব্দুল মালেক(৫০) এর কাছ থেকে ২০ হাজার টাকা সহ এলাকার বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে একই ভাবে গ্যাসের লাইন কেটে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদার টাকা নিয়া থাকে।

বৃহস্পতিবার ১৯শে অক্টোবর রাতে গ্রেফতারকৃতরা ৮০ হাজার টাকার অবশিষ্ট ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের উদ্দেশ্যে মোঃ বশির হাওলাদারের বাড়িতে উপস্থিত হয়ে পরে। এলাকাবাসী তাদের উপস্থিতি টের পেয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম বলেন- গ্রেফতারকৃত ৪ জন্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে। এঘটনায় আরও ২ জন পলাতক রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com