শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহরাব উদ্দিন।
যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো সুমন, যুবদল নেতা জালাল, নাসির আবেদীন প্রিন্স প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।