শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান, কুইজ, রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান রানা, আব্দুস সাত্তার, আমাউল্লাহ, মাওলানা ইউসুফ আলী নোমানীসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।