বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের জনসংযোগ ও বিপণন বিভাগ (পিআরএম) টাস্কফোর্সের সদস্যদের অংশগ্রহণে আজ ৭ই সেপ্টেম্বর বুধবার ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সভায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক মোঃ আব্দুর রশীদ এর সঞ্চালনায় আঞ্চলিক উপ-কমিশনার মোঃ শাহাবাত আলী’র সভাপতিত্বে দিনাজপুর অঞ্চলের আগস্ট মাসের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পিআরএম দিনাজপুর অঞ্চলের নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য যে দিনাজপুর অঞ্চলের পিআরএম টাস্কফোর্সের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয় উক্ত সভায়।