সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন এর আয়োজনে দারুল আমান ট্রাস্ট ময়দানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) নির্বাচনের আসন পরিচালক অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খান ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। মাহফিলে আগত সম্মানিত রোজাদার ও সুধীজন এর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মাহফিলের আয়োজক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন, জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, সেক্রেটারি ও ইসলামিক লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সহঃ সভাপতি এস এম আলাউদ্দিন, সেক্রেটারি জহুরুল ইসলাম, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও এস এ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, সহঃ সভাপতি ও দৈনিক দেশবার্তা পাবনা প্রতিনিধি মোঃ নুরুন্নবী, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লব, দৈনিক সিনসার সম্পাদক মাহবুবুল আলম, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।
এছারা আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পাবনা পৌর জামায়তের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হামিদুর রহমান, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি মোঃ উদ্দিন নাসির নাসিম, পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল হোসেন, ধুলাউড়ি কাওসারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন, জাকির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কয়ার গ্রুপের প্রতিনিধি, সাততারা মৎস ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন, মুক্তিযোদ্ধা, ঠিকাদার গ্রুপ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এলজিইডি, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, গনি এন্ড ব্রাদার্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়া শহীদ জাহিদ ও নিলয়ের পিতা, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, জেলা বার সমিতি, কাজি সমিতি, সরকারি, বেসরকারি, মেডিকেল কলেজ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। প্রিন্সিপ্যাল ইকবাল হুসাইন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।