শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোনালী সকাল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন থানচিতে মহান বিজয় দিবস পালন জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন বিজয় দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

বিশ্বনাথের ৫ ইউপিতে সদস্য নির্বাচিত হলেন যারা

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে গত ১৭ই জুলাই (সোমবার) শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়ন পরিষদের বহুল কাঙ্খিত নির্বাচন। নির্বাচনের দিন সকালে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা চলে ভোট গ্রহণ।

উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৭৯ হাজার ৭৭১ জন ভোটার ৪৫টি ভোট কেন্দ্রে ওই নির্বাচনের ৩টি পদে (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্য) নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করেছেন নিজেদের পছন্দের প্রার্থীদেরকে।

উপজেলার অলংকারী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে নূরবী বেগম (মাইক) ১৯৮৭ ভোট, ২নং সংরক্ষিত ওয়ার্ডে শাহীনা বেগম (বই) ১১০৪ ভোট, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে আমিনা বেগম আনু (বই) ১৩৫২ ভোট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে মৌরশ আলী (ফুটবল) ৩৯৩ ভোট, ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান (ফুটবল) ৬৩৬ ভোট, ৩নং ওয়ার্ডে ছগির আলী (তালা) ৫১৫ ভোট, ৪নং ওয়ার্ডে ফজলু মিয়া (বৈদ্যুতিক পাখা) ৪৫৫ ভোট, ৫নং ওয়ার্ডে নূরুল হক (তালা) ৪৭৫ ভোট, ৬নং ওয়ার্ডে কামরুল হাসান (ঘুড়ি) ২৫৯ ভোট, ৭নং ওয়ার্ডে বশির উদ্দিন (আপেল) ৩৮১ ভোট, ৮নং ওয়ার্ডে হানিফ আলী (টিউবওয়েল) ৩১০ ভোট, ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (টিউবওয়েল) ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রামপাশা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে লক্ষী বেগম (কলম) ২৭৫০ ভোট, ২নং সংরক্ষিত ওয়ার্ডে পারুল বেগম (মাইক) ২২১৫ ভোট, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে আঙ্গুরা বেগম (তালগাছ) ২৪৯৯ ভোট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে তৈয়বুর রহমান রাকিব (তালা) ১০৫৫ ভোট, ২নং ওয়ার্ডে মঈন উদ্দিন (আপেল) ৫০৬ ভোট, ৩নং ওয়ার্ডে নূর মিয়া (টিউবওয়েল) ৭৮৪ ভোট, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম (মোরগ) ৫৪২ ভোট, ৫নং ওয়ার্ডে মখন মিয়া (তালা) ৫৭৮ ভোট, ৬নং ওয়ার্ডে সুমন আহমদ (মোরগ) ৯৫৩ ভোট, ৭নং ওয়ার্ডে জামাল আহমদ (বৈদ্যুতিক পাখা) ৪১৫ ভোট, ৮নং ওয়ার্ডে আয়াজ আলী (মোরগ) ৭৩৫ ভোট, ৯নং ওয়ার্ডে আফিজ আলী (মোরগ) ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দৌলতপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে মিনারা বেগম (মাইক) ৩০০৬ ভোট, ২নং সংরক্ষিত ওয়ার্ডে শামীমা বেগম (মাইক) ২৪৬২ ভোট, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে সরুফা বেগম (তালগাছ) ১১৯৮ ভোট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে জামাল উদ্দিন (মোরগ) ৯০৮ ভোট, ২নং ওয়ার্ডে কামাল উদ্দিন (টিউবওয়েল) ৫৫১ ভোট, ৩নং ওয়ার্ডে নূর মিয়া (ফুটবল) ৭৯৫ ভোট, ৪নং ওয়ার্ডে গোলাম হোসেন (মোরগ) ৬৩৪ ভোট, ৫নং ওয়ার্ডে আরশ আলী (বৈদ্যুতিক পাখা) ৪৩৯ ভোট, ৬নং ওয়ার্ডে শফিক আহমদ পিয়ার (তালা) ৬৯২ ভোট, ৭নং ওয়ার্ডে লুৎফুর রহমান (ফুটবল) ৩৭৫ ভোট, ৮নং ওয়ার্ডে নজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) ৬৪৯ ভোট, ৯নং ওয়ার্ডে ইব্রাহিম আহমদ (ফুটবল) ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে মায়ারুন নেছা (বিনাপ্রতিদ্ব›ন্দ্বীতায়), ২নং সংরক্ষিত ওয়ার্ডে বাবলী বেগম (মাইক) ৭৩৩ ভোট, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে রুজিনা বেগম (মাইক) ১২৯৮ ভোট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে আশিক মাহমুদ (তালা) ২০৬ ভোট, ২নং ওয়ার্ডে হাজী আব্দুল মালিক হান্নান (ফুটবল) ২৭১ ভোট, ৩নং ওয়ার্ডে শেখ ফজর রহমান (ফুটবল) ২৪৮ ভোট, ৪নং ওয়ার্ডে নাজির উদ্দিন রাহিন (ফুটবল) ৩৭২ ভোট, ৫নং ওয়ার্ডে তানভির হোসেন (তালা) ২৯৮ ভোট, ৬নং ওয়ার্ডে শামীম আহমদ (ফুটবল) ২৫৮ ভোট, ৭নং ওয়ার্ডে খালেদ মিয়া (আপেল) ২৮৩ ভোট, ৮নং ওয়ার্ডে মলিক মিয়া (ফুটবল) ৩৫৬ ভোট, ৯নং ওয়ার্ডে শাহনেওয়াজ চৌধুরী সেলিম (ভ্যানগাড়ি) ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দেওকলস ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদের মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে জ্যোৎন্সা বেগম (মাইক) ১৮৮৬ ভোট, ২নং সংরক্ষিত ওয়ার্ডে ঝুমুর সুলতানা (মাইক) ১২৯৮ ভোট, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে হামিদা বেগম (বই) ১৪৭৩ ভোট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে আমির আলী (বৈদ্যুতিক পাখা) ৪১৬ ভোট, ২নং ওয়ার্ডে মস্তাক আহমদ (বৈদ্যুতিক পাখা) ৫১৪ ভোট, ৩নং ওয়ার্ডে সুহেল খান (টিউবওয়েল) ২১৩ ভোট, ৪নং ওয়ার্ডে লায়েক আহমদ (ফুটবল) ৩৯১ ভোট, ৫নং ওয়ার্ডে আঙ্গুর আলী (ফুটবল) ৪৪৯ ভোট, ৬নং ওয়ার্ডে শামীম আহমদ (ঘুড়ি) ৪৪৭ ভোট, ৭নং ওয়ার্ডে জালাল মিয়া (ফুটবল) ৩৫১ ভোট, ৮নং ওয়ার্ডে আব্দুর রুপ (ঘুড়ি) ৩৮০ ভোট, ৯নং ওয়ার্ডে মতিউর রহমান (মোরগ) ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com