মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রাশসনের আয়োজনে রবিবার বিকেলে সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে মাদারীপুর জেলার প্রত্যান্ত গ্রামের পাঁচজন মাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা আক্তার কণা।
প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামের কলি আক্তার, ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামের লুৎফুন নেছা, ঝাউদি ইউনিয়নের ঝাউদি গ্রামের নাজমীন নাহার, কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেদুয়া গ্রামের শিরিন বেগম ও ধুরাইল ইউনিয়নের চরবাজিতপুর গ্রামের রেনু বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে।