বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জন্য ৪৮ ফ্লাট বিশিষ্ট ৭ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
সোমবার বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার করাচি বিড়ি সড়কের পরিচ্ছন্ন কর্মীদের মন্দির প্রাঙ্গনে এই কাজের উদ্বোধন করা হয়।
এতে পৌর মেয়র খালিদ ইয়াদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভূঁইয়া, পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সহ অনেকেই। ১৫ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩৪০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন। যৌথভাবে এই কাজের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা।