শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী রবিবার ১৮ই জুন ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে মাদারীপুরে শনিবার ১৭ই জুন সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি আরও বলেন করোনার জন্য ক্যাপসুলটি স্বাস্থ্যকর্মী শিশুর মায়ের হাতে দিবে, মা শিশুকে খাইয়ে দিবে। আগামী রবিবার ১৮ জুন ২০২৩ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (১ম রাউন্ড) মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৫০৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম এম খলিলুজ্জামানের স্লাইডের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন্দ, মাহবুবুর রহমান বাদল সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।