বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ‘বীর নিবাস’ ঘর পেলো মুক্তিযোদ্ধারা। বুধবার গণভবন থেকে মাদারীপুরে জেলা প্রশাসনসহ অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধা উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন সরকার প্রধান। অচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জমিসহ ‘বীর নিবাস’ নামে ঘর তৈরী করে দেয়ায় দারুণ খুশি তারা। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধারা।
মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন জানান- মাদারীপুর জেলায় তিন হাজার দুইশ’ মুক্তিযোদ্ধা রয়েছে। ২৯৭টি ঘর বরাদ্দ হলেও এরইমধ্যে ৩৭টি বীরনিবাস নির্মাণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ১২টি, কালকিনিতে ১১টি, রাজৈরে ৬ ও শিবচরে ৮টি। প্রতিটি একতলার আধুনিক এই ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত উপহার ‘বীর নিবাস’ নির্মাণ করে দেয়া হবে।