শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
তিমির বনিক- মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে মিজান(৩৭) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ই মে রাতে বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর কবির, এএসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়লেখা উপজেলাধীন দাসের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিজানকে আটক করেন।
আটককৃত আসামি মিজানের বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ০৬/১৪ মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে চার (৪) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ৬২/১৩ মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ছিল।
গ্রেপ্তারকৃত আসামি মিজান বড়লেখা উপজেলাধীন বড়খলা গ্রামের ইছুব আলী বাক্কুর ছেলে।
শুক্রবার সকালে আসামি মিজানকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।