বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
গতকাল রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডঃ আবদুস সোবহান গোলাপ এমপি। বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু কাজল কৃষ্ণ দে।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোসাঃ তাহমিনা বেগম এমপি। সভাপতিত্ব করেন- কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, এ্যাডভোকেট আবুল বাসার আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলার আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ।
ইফতারের পূর্বে প্রধান অতিথি ডঃ আবদুস সোবহান গোলাপ সংক্ষিপ্ত বক্তব্যে আগত সকললে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানান এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।