রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপির) রত্নগর্ভা মা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপির) দাদী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সকল শিক্ষক, অভিভাবক ছাত্র ও ছাত্রীদের নিয়ে এই মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।