শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে ভূমিদস্যু চক্রের জালজালিয়াতি ও স্বত্বহীন জবরদখল অপচেষ্টা থেকে জমি রক্ষার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর মজুমদার।
গতকাল শনিবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া তার দাবিকৃত জমিতে এ সংবাদ সম্মেলনে করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তবে বলেন- বিগত ১৯৯৬ইং সালে ১০ শতাংশ ও ১৯৯৭ইং সালে তার প্রতিবেশী মোহাম্মদ ওয়াজিউল্লাহ ভূইয়ার কাছ থেকে ৫ শতাংশ ও মোহাম্মদ ইব্রাহিম খলিলের কাছ থেকে ৫ শতাংশ জমি সাফ কবলা দলিলমূলে ক্রয় করে করে ভোগ দখলে ছিল।
কিন্তু ২০১২ইং সালে ওয়াজিউল্লাহ ও ইব্রাহিম ১০ শতাংশ জমি আমমোক্তারনামা দলিলের মাধ্যমে দাবি করে। ২৭শে মার্চ ২০২২ইং সালে তার জমিতে নির্মাণ কাজ করতে গেলে ভূমিদস্যু চক্র এলাচি বিবি, লাইজু, লাকী
ভারাটে সন্তাসী বাহিনী দিয়ে নির্মাণ কাজ বাধা দিয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
এ ঘটনায় গাজীপুর সিএমএম আদালতে একটি মামলাটি বিচারাধীন আছে।