শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে বেবি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সম্মিলিত ফলাফল প্রকাশ ও মেধা পুরষ্কার বিতরণ করা হয়েছে।
আজ রাতে সফিউদ্দিন স্কুল মাঠে এক বিশাল আয়োজন করে অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল দেওয়া হয়।
এ সময় সফিউদ্দিন স্কুলে গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক মোঃ আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সফিউদ্দিন স্কুলে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, পাইলট স্কুলের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, আওয়ামী নেতা কাজী ইলিয়াস, কাউন্সিল নাসির উদ্দীন মোল্লা, বিল্লাহ হোসেন মোল্লা প্রমুখ।