বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে প্রশিকার উদ্যোগে নির্মিত ছাদ বাগান পরিদর্শন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০শে মার্চ সকালে বিদ্যালয়ের মিলনায়তনে ছাদ বাগানের উপর প্রশিক্ষা এনজিও ও সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষার ডেপুটি টিম লিডার সুমনা রানী দাশের পরিচালনায় ছাদ বাগানের ফিল্ড ডে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা, প্রশিকার ম্যানেজার মহিদুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের আরবান কর্মকতা মোঃ মইনুল ইসলাম, সিটি কর্ডিনেটর শহিদুল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, স্কুলের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা ছাদ বাগানের গুরুত্ব, সার্বিক কারিগরি জ্ঞান তথ্য ও এর সুফলের কথা তুলে ধরেণ। প্রশিক্ষণে ৩০ জন ছাত্র শিক্ষককে ছাদ বাগানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশিক্ষার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।