সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে বলিবাজার আগুনে পুড়ে যাওয়ার ৩ দিনের মাথায় থানচি বাজারে আগুন লেগে দোকানপাট পুড়ে ছাই হয়েছে।
শনিবার ২৫শে মার্চ সকাল অনুমানিক ৮ঃ২০ টায় এক আবাসিক হোটেল চুলা আগুনে থানচি বাজার আগুনে পুড়ে গিয়ে সব শেষ হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শী মাংচং ম্রো বলেন- পাশের বাড়ির থেকে আগুন আগুন চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে দেখি মায়া গেস্ট হাউসের আগুন। দেখতে দেখতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে যায়।
থানচি ফায়ার সার্ভিস সাব-স্টেশন অফিসার মোঃ ইসমাইল ঘটনা সম্পর্কে বলেন- আমরা সকাল অনুমানিক ৮ঃ৩০টায় খবর পেয়ে দু’টো ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে অনুমানিক ২ঘন্টা আগুন নিভানো চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়।
থানচি বাজার সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন- সকাল অনুমানিক ৮:২০টা সময় মায়া গেস্ট হাউসের চুলা আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পারি। বাজারে ভাড়াটিয়া দোকানসহ মোট ৫৫ জনের দোকান পুড়ে সব ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর বলেন- বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দিনের মধ্যে আবারও থানচি বাজার ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৪কোটি হতে পারে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন- থানচি বাজার গত ২০২০ইং সালে ২৭শে এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড পর ২ বছর মাথায় আবারো আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা নেয়া হয়েছে।