বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা)সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে নগরীর দত্তপাড়া দিঘিরপার ও কছিম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা), নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ষাটনল এলাকার আব্দুল আউয়ালের তিন মেয়ে আসমা(৪২), রেশমা(৩৫), লিপি আক্তার লিজা(৩০) ও আসমার স্বামী মানিক মিয়া(৩১)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির টাকায় দত্তপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক বিক্রির টাকা দিয়ে গাজীপুরে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছিলেন তিন বোন। প্রথমিকভাবে পাওয়া তথ্য মতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুইটি ৬ তলা বিশিষ্ট বহুতল ভবন, সদর থানার বাহাদুরপুর ও বাউপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় জায়গা ও জমির তথ্য নিশ্চিত হয়েছে তাদেও নামে বিপুল সম্পদের তথ্য নিশ্চত হয়েছে পুলিশ। এছাড়াও বিভিন্ন ব্যাংক, পোষ্ট অফিসে সেভিংস, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিটে লক্ষ লক্ষ টাকার জমা ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন থানায় ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।আসামিদের বাসায় তল্লাশি চালিয়ে ৬ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা), ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২ হাজার ৫‘শত টাকা, ১টি মোটরসাইকেল, তাদের ব্যবহৃত ১৫ ভরি ৫ রতি স্বর্ণের অলংকার ও পুরাতন ১১ ভরি রুপার অলংকার জব্দ করা হয়। গ্রেফপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।