সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অর্ধায়নরত ২য় শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের ফল সম্পর্কে পরিচিত করার লক্ষ্যে ফল উৎসব গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস টিচার সায়মা আক্তারের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের ফল সম্পর্কে পরিচয় করিয়ে দেন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
এসময় আরোও বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোস,আশরাফ হোসেন জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্র ছাত্রী দেয় মাঝে ফল বিতরণ করা হয়েছে।