সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তি টঙ্গী বাজার এলাকায় ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, মোঃ বিজয় হোসেন(২০) মোহস, মোঃ নুরুল ইসলাম ভাবলু(৩২) মোঃ সুজন মিয়া(২৬) তাদেরকে গ্রেফতার করা হয়। এরা তিন জন ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিন টি চাকু উদ্ধার করা হয়।
এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলা নাম্বার ০৫।