বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করলেন ডঃ আব্দুস সোবহান গোলাপ এমপি।
আজ শনিবার সকালে প্রথমে চরফতে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, পরে আন্ডারচর মাহমুদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ও সবশেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিক ভবনের ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, সি ডি খান ইউনিয়নের চেয়ারম্যান চান মিয়া সিকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ হেমায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আবদুল হাই ও শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই।