শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ১৫‘শ পিস ইয়াবাসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত টঙ্গী বাজার হাজীর মাজার বস্তীর মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম(৩৪)।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন- বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।