শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাতে মামদী মোল্লা স্কুলে মাঠে কর্মীসভার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এম.এম জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হারুনর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো মতিউর রহমান মতি।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস,
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, আওয়ামী লীগ নেতা বি,কম মতিউর রহমান মতি, যুবলীগ নেতা মোঃ সাত্তার মোল্লা, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাহ হোসেন, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ও ৫৪নং ওয়ার্ড কাউন্সিল মো নাসির উদ্দীন মোল্লা, মহানগর যুবলীগ নেতা মোঃ বিল্লাহ হোসেন মোল্লা, মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশীদ মোল্লা মামুন, সেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম বিপ্লব খান, যুবলীগ নেতা রবিউল হোসেন দুলু, মোস্তাকিম রহমান নাহিদ প্রমুখ।