");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-8l2xkj .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-8l2xkj .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-8l2xkj .gt_switcher .gt_current{display:none}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-8l2xkj .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিরাজ হাওলাদার(৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু অভিজিৎ কর্মকার।
বৃহস্পতিবার ২১শে এপ্রিল বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান- শিবচরের শেখপুর বাজারের রোকন আকনের নির্মাণাধীন দোতলা ভবনে সকাল থেকে কাজ করছিল মিরাজসহ বেশ কয়েকজন। বিকেলে ভবনটির ছাদ ঢালাই শেষে নিচে নামতে গিয়ে অসাবধানবশত ভবন থেকে নিচে পড়ে যায় মিরাজ। অন্য শ্রমিকরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃতঃ ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান- শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।