রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই কয়লাখনির কারণে ঘরবাড়ী ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন দাবীতে মানববন্ধন জোরপূর্বক জমি দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন কিশোরগঞ্জে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সেটআপ সম্পন্ন রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কুমিল্লায় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও তার সহযোগী গ্রেফতার নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার ধুনটে চাইল্ড একাডেমীতে অভিভাবক সমাবেশ দেবু পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন পরিষদের সভাপতি নির্বাচন কিশোরগঞ্জে নবীন বরণ অনুষ্ঠান থেকে যুবলীগ নেতা আটক নড়াইলে অতিরিক্ত মদ্যপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু রাণীশংকৈলে ৩১ দফা দাবি নিয়ে ছাত্রদলের মতবিনিময় কিশোরগঞ্জে আলোচিত লিশাদ হত্যার রহস ̈উদঘাটন গ্রেফতার-২ কিশোরগঞ্জের আগাম আলুর বাজার প্রতিকেজি ৯০ টাকা পাবনায় গৃহবধু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারী আটক র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পাবনায় পত্রিকা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় মামুন

মোঃ নূরুন্নবী- জেলা প্রতিনিধি পাবনাঃ
দেশের লাখ লাখ বেকার যুবকেরা প্রতিনিয়ত ছুটে চলছে চাকরির পেছনে। সেখানে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে পাবনার মামুন হোসেন নামের এক যুবক। মোঃ মামুন হোসেন পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দোকদারপাড়া গ্রামের মৃত খালেক বিশ্বাসের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে মামুন বড়। তার এসএসসি পরীক্ষার পূর্বেই তার বাবা মারা যায়। ছোটবেলা থেকেই মামুন খুবই পরিশ্রমি ছেলে।

তিনি সাংসারিক কাজসহ বাবার মাঠের কাজেও সহযোগিতা করতো। তার বাবার মৃত্যুর পর সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় ২০২১ সালের মার্চ মাসে সাঁথিয়ার বনগ্রাম বাজারে খন্দকার পত্রিকা বিতাণের সাঁথিয়া উপজেলার পত্রিকা পরিবেশক হিসেবে কাজে যোগদান করে। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছে শক্তি, কাজের প্রতি ভলোবাসা দেখে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সার্কুলেশন ম্যানেজার তাকে ১৫ কপি পত্রিকার এজেন্ট দেয়।

চাকরি নয়, আত্মকর্মসংস্থানের প্রতি উদ্বুদ্ধ হয়ে,ঝুঁকি নিয়ে সে চ্যালেন্জ গ্রহণ করে সেই ১৫ কপি পত্রিকা নিয়ে কাজ শুরু করে। আস্তে আস্তে তার কথায়,সেবার মানে পাঠকের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে।পাঠকের চাহিদার কথা ভেবে এজেন্সি করার জন্য বিভিন্ন অফিসে যোগাযোগ শুরু করে। কিন্তু এজেন্সি পাওয়াটা খুব সহজ ছিল না। অনেক চরাই উতরাই পার করতে হয়েছে তাকে। অনেক সময় পত্রিকা অফিসে যোগাযোগ করলে তারা বলেছেন, এখন এজেন্ট দেয়া হবে না, নতুন এজেন্ট দিবনা। তবুও হাল ছাড়েনি সে। আবার অনেকেই তরুণ পরিশ্রমি ভেবে এজেন্সি দিয়ে দেয়।

ধীরে ধীরে দৈনিক আমার সংবাদ, নয়া শতাব্দী, সমকাল, ভোরের ডাক, ভোরের কাগজ, আমাদের সময়, যুগান্তর, কালবেলা, আলোকিত বাংলাদেশ, সংগ্রাম, নয়া দিগন্ত, সংবাদ, জনকণ্ঠ, সময়ের আলো, প্রতিদিনের বাংলাদেশ, মানবজমিনসহ সাপ্তাহিক সোনার বাংলা, চাকরির বিজ্ঞাপন, চাকরির সংবাদ, চাকরির ডাক ও মাসিক মদিনার এজেন্ট হয়ে যায়।

এখন সব দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা মিলে তার পাঠক, গ্রাহকের সংখ্যা সহস্রাধিক। মামুন হোসেন জানায়,পাঠকের সেবা ও চাহিদাটাই আমার কাছে মুখ্য বিষয়। পাঠকের চাহিদার কথা মাথায় রেখে দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্সি পেলে আমি আরও ভালোভাবে পাঠকের সেবা দিতে পারতাম। এ দু‘টি পত্রিকা আমার না থাকায় পাঠকের মনের মতো সেবা দেওয়া একটু বিঘ্ন ঘটছে। যেহেতু এ দু‘টো ছাড়া বাকি সকল প্রায় পত্রিকার এজেন্সি পেয়েছি। এই দুটি পত্রিকার এজেন্সিও খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। মামুন হোসেন আরও জানায়, প্রতিটা মানুষেরই নিজের বলার মতো একটি গল্প থাকতে হবে।

তিনি বলেন গল্পটা তৈরির জন্য আমি এই কাজটা সাহস করে শুরু করি। শীতের কুয়াশা, তীব্র রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাজটাকে ভালোবেসে লেগে আছি। সাফল্য আসবেই ইনশাল্লাহ।

সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ হাই বলেন, শিক্ষিত যুবক মামুন চাকরির পেছনে না ছু্টে সংবাদপত্র বিক্রি শুরু করে এখন ধীরে ধীরে সে নিজেই পত্রিকার এজেন্ট হয়ে গেছে। আমি প্রথমদিকে তাকে এ ব্যাপারে উৎসাহ ও সহযোগিতা করেছি। আমি তার সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ


©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com