বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৮শে এপ্রিল দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলা ভূমি সহকারী কমিশনার রফিকুল হাসান।
আটকের ব্যপারটি নিশ্চিত করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন- আমরা বাংলাবাজার ঘাটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের খবর পেয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে চালকসহ ৪টি স্পিডবোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের এই অভিযান সামনেও অব্যাহত রাখা হবে।