বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর বিশ্ব টিকাদান সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২শে মে বেলা সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মুনির আহমেদ খান এর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো ইকরাম হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই। কর্মশালার মূল বিষয় উপস্থাপন করেন ডাঃ কানিজ ফাতেমা রেসমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ খলিলুজ্জামান হিমু।http://hsd.gov.bd
আগামী ২৪শে মে থেকে ৩০শে মে পর্যন্ত বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হচ্ছে। দু’বছরের মধ্যে করোনা পরিস্থিতিজনিত কারনে ইপিআই-এর টিকাদান কর্মসূচির অন্যান্য টিকাদানের ভ্যালিড কাভারেজ কমে যায় এবং এই কাভারেজ বৃদ্ধি করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই টিকাদান সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সবার জন্য দীর্ঘ জীবন”।