বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ২৯শে এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) রফিকুল হাসান।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন- শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ঈদ যাত্রার প্রতিটি মানুষকে নির্বিঘ্নে পৌঁছাতে ও ভোগান্তি ও দূর্ঘটনা এড়াতে আমরা প্রশাসন সবরকম প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এই অভিযান পরিচালনা করার সময় ২টি লঞ্চ অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় করায় তাদের আর্থিক জরিমানা করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।