শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
এই লক্ষ্যেকে সামনে রেখে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৬শে এপ্রিল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সমগ্র বাংলাদেশে তৃতীয় পর্যায়ে মোট ৩ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।
২৫শে এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন।
মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন জানান- এই মহতি কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুর জেলায় তৃতীয় পর্যায়ে মাদারীপুর সদরে ২০ ও রাজৈরে ১৭টিসহ মোট ৩৭টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। ইতিমধ্যে মাদারীপুর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ৮১৪টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্যায়ের মোট ১৯৬টি গৃহের মধ্যে ১৫৯টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। পুরো মাদারীপুর জেলায় ১ হাজার ১০টি পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের কমকর্তাসহ জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন আরো বলেন- ঈদের আগে সেমিপাকা ঘর—এসব ভূমিহীন-গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে।