রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দৈনিক জনকণ্ঠ, মাদারীপুর জেলার নিজস্ব সংবাদদাতা সুবল বিশ্বাসের কাকিমা, জেলা শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির (ফরিদপুর) অর্থবিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ বিশ্বাসের মাতা শহীদ জায়া দেবী রাণী বিশ্বাস(৯২) সোমবার সন্ধা সাড়ে ৭টায় ঈশানগোপালপুর গ্রামে নিজ বাড়িতে পরলোকে গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। তিনি গত ১৭ই এপ্রিল সকাল সাড়ে ১১টায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে ৯দিন প্যারালাইজড অবস্থায় সংজ্ঞাহীন ছিলেন। মৃতু্যকালে তিনি ৩ ছেলে ২মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য জ্ঞাতি ও আত্মীয়-স্বজন রেথে গেছেন।
উল্লেখ্য, ১৯৭১ইং সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ২রা মে হানাদার বাহিনী ঈশানগোপালপুর গ্রামে ব্যাপক গণহত্যা চালায়। ওইদিন দেবী রাণী বিশ্বাস-এর স্বামী যাদব চন্দ্র বিশ্বাসকে বাড়ি থেকে ধরে নিয়ে জমিদার ঈশান বাবুর বাড়ির একটি ভবনে অন্যদের সাথে আটক করে রাখে। বিকেল ৪টার দিকে ওই ভবন থেকে টেনে হিঁচড়ে নিয়ে দু‘জন দু‘জন করে লাইনে দাঁড় করে ব্রাস ফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন হানাদার বাহিনী ওই গ্রামের এবং শহর ও অন্যান্য স্থান থেকে এসে গ্রামে আশ্রয় নেওয়া ২৮জন মুক্তিকামীকে হত্যা করে। যা ঈশানগোপালপুর গণহত্যা নামে পরিচিত।