বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে আজ রবিবার বিকেলে তিন দিন ব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ মেলার উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিল মোঃ নাসির উদ্দীন মোল্লা।
এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি ভাষাসৈনিক মোঃ আব্দুল মতিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম মিলন প্রমুখ।