সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক এলাকার কালীপদ রায় মোহন্তের পাশে রাজারহাট থানা পুলিশ।
অসুস্থ পত্রিকা বিক্রেতা কালীপদ রায় মোহন্ত ১৯৭৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পত্রিকা বিক্রি করতেন। লক্ষ্য লক্ষ্য খবরের হেডলাইন চোখে দেখলেও অসুস্থতার ভারে আজ তিনি নিজেই খবরের হেডলাইন।
কালীপদ রায়ের টাকার অভাবে ঔষধ কিনতে না পারায় খবর লোকমুখে শুনে তাত্ক্ষণিক আর্থিক সাহায্য নিয়ে ছুটে যান রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম, তার সাথে ছিলেন রাজারহাট থানা পুলিশ পরিদর্শক ওয়াহেদ রানা, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু,রাজারহাট থানা পুলিশের সদস্য আরিফ মিয়া। সাংবাদিক রাশেদুল ইসলাম (রাশেদ), বণিক সমিতি রাজারহাটের সদস্য রানা মিয়া সহ রিপন রায় হিমু প্রমূখ।
এর পর প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু নিজ অর্থায়নে কালীপদ রায়কে আর্থিক সহযোগিতা করেন।
পত্রিকা বিক্রেতা অসুস্থ কালীপদ রায় সকল মানুষের কাছে দোয়া ও মানবিক ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।