সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
“সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি- শিশু ও মাতৃস্বাস্থ্যর হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ বলেছেন, মুক্তিযুদ্ধের শত্রুতা এখনও শেষ হয়নি।
মুক্তিযুদ্ধে যারা জয়লাভ করেছি তাদের বিজয়ের আনন্দ ক্ষনিকের কিন্তু পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এখনও মাথা উঁচু করে দাড়িয়ে আছেন।
গতকাল সকাল ১১টায় তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াস রানা, মরিয়ম বেগম নিশু ও কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন ব্যক্তিবর্গ, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান ডিউকসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জিতেন চন্দ্র রায়, এম নাজিম উদ্দিন প্রমূখ ।