সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
হারানো বিজ্ঞপ্তিঃ
গত ২৫শে মার্চ রোজ শুক্রবার সন্ধ্যায় মিরপুর ২নং পানির টাংকি,বাড়ী নং-৫, রোড নং-৩, ব্লকঃ সি, উম্মুলকুরা তাহ্ফীজুল কুরআন মাদ্রাসার আবাসিক মক্তব বিভাগের ছাত্র মোঃ নাঈম উদ্দীন সুলতান, বয়স ৯ বছর, বাবার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন সাগর, মাতাঃমিসেস নিলুফা সাগর‘র একটি ছেলে মাদ্রাসা হইতে (নিখোঁজ) হারিয়ে গিয়েছে।
ছেলেটির গায়ের রং ফর্সা, হারানো (নিখোঁজ) এর সময় ছেলেটির পরনে ছিলো নেভী ব্লু কালার এর পাঞ্জাবি ও পায়জামা, মাথায় সাদা কালো খয়রি কালার এর টুপি, যদি কোন ব্যক্তি ছেলেটিকে পেয়ে থাকেন, তাহলে মিরপুর মডেল থানা অথবা নিকটস্থ যে কোন থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা রইলো।
অনুরোধেঃ
অভিভাবক,০১৬১৬৪৭৮৯৯৫ জাহাঙ্গীর সাগর,
ছেলের আত্নীয় স্বজন, ঢাকা ও নোয়াখালীবাসী।