মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
কাতার বিশ্বকাপে এডুকেশন সিটি স্টেডিয়াম এবং ফ্যানস ব্যাজের নির্মাণে হেড অফ আর্টিটেক্ট
ইঞ্জিনিয়ারিং দায়িত্বে থাকা সৈয়দপুরের কৃর্তি সন্তান ওয়াশিকুর রহমান শুভকে সৈয়দপুর বিমানবন্দরে স্বাগত জানানো হয়।
সৈয়দপুর স্পোর্টস নিউজের ফাউন্ডার মোঃ একরামুল হকসহ উপস্থিত সকলের অভিভূত আনন্দে তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন নেন।
এসময় বাংলাদেশের গর্ব সৈয়দপুরের কৃতিসন্তান ওয়াশিকুর রহমান শুভকে বসুন্ধরা কিংস ফ্যানসের জার্সি তুলে দেন কো-ফাউন্ডার মোঃ এহতেশামুল হক।
এসময় উপস্থিত ছিলেন- স্পোটস নিউজের পার্সোনার ডিজাইনার মোঃ ইমরান, গ্রামীণ উন্নয়ন সংস্থা(ভিডিও)‘র নির্বাহী পরিচালক রবিউল হাসান রতন, আমীর সোহেল ন্যাশনাল ক্রিকেট ক্লাব প্রেসিডেন্ট সৈয়দপুর, সজলসহ আরও অনেকে।