রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
মিজু সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গল বার (২৯ জুলাই) উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে হুইল চেয়ার বিতরণী কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন। সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।