Saturday, April 20, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জ হাসপাতালে অপারেশন থিয়েটার, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম উদ্বোধন

কিশোরগঞ্জ হাসপাতালে অপারেশন থিয়েটার, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম উদ্বোধন

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি), এক্সরে, আল্ট্রাসনোগ্রাম’র উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল এসব যন্ত্রপাতি উদ্বোধন করেন।পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি আহসান আদেলুর রহমান আদেল, সহঃ সভাপতি’র বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, সদস্য ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী, সদস্য উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান শাপলা বেগম, সদস্য সচিব স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, এমপি প্রতিনিধি ও উপজেলা জাপা’র আহবায়ক রেজাউল আলম স্বপন, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোয়ার্দী গ্রেনেড বাবু, অন্যান্য চিকিৎসক ও নার্স প্রমুখ।

এ সভায়, জনবল সমস্যা, সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ দুই যুগ পর অপারেশন থিয়েটার, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম চালু হওয়ায় চিকিৎসা ব্যবস্থার নতুন মাইলফলক রচিত হয়েছে বলে বক্তাগণ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments