শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ব্যবসায়ী রিয়াজুল ইসলাম হত্যা মামলায় কুষ্টিয়ার কুমারখালীতে চাচা-ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১১ই আগস্ট বৃহস্পতিবার ২০২২ইং দুপুরে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী নতুন টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিফাত বিশ্বাস কুমারখালী উপজেলার বাড়াদি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে ও ওয়াসিম আলী একই গ্রামের মৃত জয়েন বিশ্বাসের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার পর পরই তাদেরকে পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় ২০১৭ইং সালের ২৩শে এপ্রিল বিকেল ৫টার দিকে কুমারখালী উপজেলার বাড়াদি গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুর আসামিদের উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে রিয়াজুলকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পর দিন নিহতের ছেলে শহিদুল ইসলাম কুমারখালী থানায় মামলা করেন।
২০১৭ইং সালের ১০ই সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় দেন।
ব্যবসায়ী রিয়াজুল হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দীবলেছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com