সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, তারাগঞ্জ রংপুরের আয়োজনে র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও তারাগঞ্জ মডেল সপ্রাবি মাঠে ফায়ার সার্ভিস টীম কর্তৃক দুর্যোগকালিন মোকাবেলা ও দুর্যোগ রোধে করণীয় শীর্ষক মহরা ও আলোচনা সভা সম্পন্ন হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে, সহকারী কমিশনার(ভূমি) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ঋতু বৈচিত্রের বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক ও দৈনন্দিন কর্মকান্ডে কৃত্রিম ভাবে আমরা নানা দুর্যোগ এবং দুর্ভোগ ঝুঁকি মোকাবেলা করে থাকি। আগামী প্রজন্মকে এমন ঝুঁকি থেকে সক্ষম ও দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” পালিত হয়। এসব দুর্যোগ রোধে ও পতিত দুর্যোগ থেকে বাঁচতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই সরকারি ভাবে নেয়া হয় এই উদ্যোগ ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আমাদের দেশ ভৌগলিক ভাবে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ভূ-খণ্ডে প্রাকৃতিক ভাবে বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত সহ বিভিন্ন দুর্যোগ আঘাত হেনেছে । এ বছরও ফেনী, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের লালমনির হাট কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত প্রাণহানি সহ কৃষি ও প্রাণী সম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির হাত থেকে বাঁচতে আবহাওয়া পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতি ও কৃত্রিম দূর্ঘটনায় দুর্যোগ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষনপ্রাপ্ত জনবল কাঠামো গড়ার আহ্বান করেন।
এ সময় খাদ্য কর্মকর্তা মো. রইচ উদ্দিন, কুর্শা ইউপি চেয়ারম্যান মো. আফজালুল হক সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রিণ্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় জন উপস্থিতি ছিলেন।